করোনায় আক্রান্ত ৩ হাজারের বেশি চিকিৎসাকর্মী

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫২

সাহস ডেস্ক

চীনে করোনাভাইরাসে হাজার হাজার চিকিৎসাকর্মী আক্রান্ত হচ্ছেন। মুখে মাস্কসহ সুরক্ষিত পোশাক পরার পরেও সংক্রমণ ঠেকানো সম্ভব হচ্ছে না।

চাইনিজ সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর দাবি, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৯ চিকিৎসাকর্মী। পরের সাত দিনে এই সংখ্যা কোথায় পৌঁছে তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহান হাসপাতালের পরিচালকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটছিল উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও। এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন তিনি।

করোনাভাইরাসে আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮০৭ জন। সবমিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৫৫ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের অনেক দেশেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত