করোনায় উহানের হাসপাতাল পরিচালকের মৃত্যু

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চীনের উহান রাজ্যের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং।

ভাইরাসটির প্রাদুর্ভাব একসময় তার শরীরেও দেখা দেয়। অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পারলেন না তিনি।  সোমবার (১৭ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাণঘাতী ভাইরাসটির বিরুদ্ধে চলমান লড়াইয়ে চিকিৎসক-নার্সদের সঙ্গে নির্ঘুম রাত কাটছিল লিউ ঝিমিংয়েরও। এ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সকলের প্রেরণা জোগাচ্ছিলেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা। একজন চিকিৎসক জানিয়েছেন, লিউ বেশ সুস্থ-সবল মানুষ ছিলেন। করোনাভাইরাস তাকেও কেড়ে নেবে, ভাবতে পারছেন না কেউ।

তবে তার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত একদিনে করোনা ভাইরাসে আরও ৯২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ১ হাজার ৮৬৮ জনে পৌঁছেছে। তাছাড়া আক্রান্তের সংখ্যা ৭২ হাজারের অধিক। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত