পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮

সাহস ডেস্ক

পাকিস্তানে পুলিশের একটি টহল গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় টহলরত পুলিশের গাড়িতে বিস্ফোরণটি ঘটানো হয়। হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।

রয়টার্সকে জানিয়েছেন, তারা এখন পর্যন্ত ১০টি মরদেহ পেয়েছেন এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুতই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে হামলাটির প্রকৃত কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তাই ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে অভিযান চালানো হচ্ছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় ঘটনাস্থলের আশপাশে অনেক গাড়ি ছিল। সেগুলোর কয়েকটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 

গত বছরের শেষে ডিসেম্বরেও ভয়াবহ বিস্ফোরণ হয় এই কোয়েটাতেই। একটি ঢালাইয়ের দোকানে (ওয়েল্ডিং সপ) বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত