পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬, আহত শতাধিক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৫

সাহস ডেস্ক

পাকিস্তানের গ্যাসের লাইন লিকেজের ফলে ঘটা বিস্ফোরণে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০৩ জন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে করাচি শহরটির কিয়ামারি এলাকার জ্যাকসন মার্কেটে ঘটনাটি ঘটে। 

ঘটনাস্থলে সেনাবাহিনীর জীবাশ্ম বিভাগের বিশেষ দল মোতায়েন করা হয়েছে। তারা রহস্যজনকভাবে ঘটা বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন।

জানা যায়, বিস্ফোরণের পর থেকে অনেক লোক অজ্ঞান রয়েছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেককে করাচির ক্লিফটন এলাকায় স্থানান্তর করা হয়েছে।

দেশটির এক পুলিশ কর্মকর্তা জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এখনো অনেকে অজ্ঞান অবস্থাতেই আছেন। তাছাড়া ১৫ জনের অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি আরও বলেন, বন্দরে সবজি ভর্তি একটি জাহাজ নোঙর করা হয়েছে। মূলত সেটির ঢাকনা খুললে উগ্র গন্ধ বের হয়। আর তখনই বিস্ফোরণটি ঘটে।  ঘটনাস্থলে নৌবাহিনী এবং পুলিশের আরও সদস্য মোতায়েন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত