ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্যে, ইংল্যান্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৬

সাহস ডেস্ক

প্রবল ঝড় ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্যের সাউথ ওয়েলস ও ইংল্যান্ডের কয়েকটি অংশের পরিস্থিতিকে এরই মধ্যে ‘গুরুতর’ বলে ঘোষণা করেছে স্থানীয় জরুরি বিভাগ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডেনিস নামে ঝড়টি টানা দ্বিতীয় দিনের মতো এলাকাগুলোর ওপর দিয়ে বয়ে যায়। এতে আশপাশের নদীর পানি উপচে ভয়াবহ বন্যা দেখা দেয়।

পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। বন্যা কবলিত এলাকা থেকে বহু বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া রেকর্ড সংখ্যক বন্যার আগাম সতর্ক বার্তাও জারি করেছে স্থানীয় জরুরি বিভাগ।

সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, উদ্ধারকর্মীরা বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে আনছে। এলাকাগুলোর কিছু অংশ ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সাউথ ওয়েলস এবং ইংল্যান্ডের সীমান্ত এলাকায় থাকা নদীগুলোর চারটি এলাকায় মারাত্মক বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এবারের বন্যা এলাকাগুলোর বাসিন্দাদের জীবনের জন্য হুমকিও হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত