করোনায় তাইওয়ানে প্রথম মৃত্যু

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৩

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ষাট বছর বয়সী এই বৃদ্ধ আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন।  তাছাড়া কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন। 

চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্স, ফিলিপিন্স, হংকং ও জাপানে একজন করে মৃত্যু হয়েছে। তবে চীনে এ পর্যন্ত ষোলশ’র বেশি মানুষ মারা গিয়েছে। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের।

তবে রোগীদের চিকিৎসা করাতে গিয়ে চিকিৎকদের অনেকেই আক্রান্ত হয়েছেন ‘কোভিড-১৯’ নামের ভাইরাসটিতে। পাশাপাশি প্রাণঘাতী ভাইরাসে মারাও গেছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।

এদিকে করোনা ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়েছে এবং মারাত্মক আকার ধারণ করেছে সেটি নিয়ে অনুসন্ধান শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বাধীন একটি দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত