জাপানে প্রমোদতরীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩৫৫

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪০

সাহস ডেস্ক

জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আরো ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে প্রমোদতরীটির ৩৫৫ জনের দেহে করোনাভাইরাসের সন্ধান মিলল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবো কাতো জানান, নতুন করে জাহাজের ২শ’র ওপর যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর ৭০ জনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়ার জাহাজের যাত্রীসহ জাপানে আক্রান্তের সংখ্যা ৪০৭ জন এবং নিহত ১ জন।

বিবিসি নিউজ জানায়, ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের বন্দরে আনার সিদ্ধান্ত নেয় সরকার। গত ৪ ফেব্রুয়ারি ‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে ওই যাত্রীবাহী প্রমোদতরীকে জাপানের একটি বন্দরে কোয়ারেন্টাইন করেছিল প্রশাসন। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সতর্কতা অবলম্বনের জন্য কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত যাত্রীদের প্রমোদতরীতে আবদ্ধ রাখার পরিকল্পনা করেছে।

‘ডায়মন্ড প্রিন্সেস’ নামের ওই বিলাসবহুল যাত্রীবাহী জাহাজে ২ হাজার ৬৬৬ জন যাত্রী ও ১ হাজার ৪৫ জন ক্রু রয়েছে।সকল যাত্রীদের পরীক্ষা করার জন্য স্বাস্থ্য কর্মকর্তারা জাহাজে রয়েছেন।যাত্রীদের জাহাজে নিজ রুমে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত