x

এইমাত্র

  •  করোনাভাইরাস: বাংলাদেশে ষষ্ঠ ব্যক্তি মৃত্যু, নতুন আক্রান্ত তিনজন
  •  জাপানে আটকে পড়া বাংলাদেশিদের যোগাযোগের অনুরোধ
  •  মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র, ট্রাম্প বলছেন 'খুবই বেদনাদায়ক' সপ্তাহ আসছে

পাঞ্জাবে স্কুলভ্যানে আগুন, নিহত ৪ শিশু

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৫

সাহস ডেস্ক

ভারতের পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল-সিডসমাচার সড়কে হঠাৎ করে একটি স্কুলভ্যানে আগুন লেগে জীবন্ত অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানটিতে মোট ১২ জন শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আট শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। 

এমন ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তেরও নির্দেশও দিয়েছেন।

অমরিন্দর সিং বলেছেন, সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত