মালিতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ৪০

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৬

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে মালির মোপ্তি অঞ্চলের ওগোসাগো গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তারা এবং গবাদিপশু লুট করে।

মালি সরকার এক বিবৃতিতে হামলা ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছে। তবে এই হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন সেটি নিশ্চিত করে এখনো জানাতে পারেনি তারা

স্থানীয় কর্মকর্তাদের দাবি, অঞ্চলটিতে মালি সেনাবাহিনীর একটি ঘাঁটি ছিল। তবে ঘাঁটিটি থেকে সেনারা সরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই হামলাটি হলো।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, হামলার জবাব দেওয়ার জন্য সেনা মোতায়েন করা হচ্ছে। তবে ওই ঘাঁটি থেকে সেনারা কখন সরে আসে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত