ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩১

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪০

সাহস ডেস্ক

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ১২ জন।

জানা যায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এর প্রতিশোধ নিতেই সোদি আরব এই বিমান হামলা চালাচ্ছে। যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এবং সৌদি জোটের হামলা ঘটেছে একই এলাকায়।

টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, প্রতিশোধ নিতে সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় শনিবার প্রথমে আট দফা হামলা চালায়। আর এতেই নিহত হয়েছেন ওই এলাকার ৩০ জন বেসামরিক নাগরিক।

খবরে আরও বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের লোকজন এখনো সৌদি বিমান হামলায় হতাহতদের উদ্ধারের কাজ শুরু করতে পারেননি। কারণ সৌদি বাহিনী ওই এলাকায় এখনো হামলা চালানো অব্যাহত রেখেছে। দফায় দফায় হামলা চালাচ্ছে তারা।

সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের মার্চে হুথি আন্দোলনের (ইরান সমর্থিত) বিরুদ্ধে ইয়েমেনে অভিযান শুরু করে। এরপর থেকে এ জোটের হামলায় অসংখ্য ইয়েমেনি প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত