যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ডেনিসে নিহত ২

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৭

সাহস ডেস্ক

যুক্তরাজ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডেনিসের আঘাতে ২ জনের প্রাণহানি ঘটেছে। উত্তর আটলান্টিকে প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘ডেনিস’ দেশটিতে আঘাত হেনেছে।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ওয়েস্ট ইয়র্কশায়ার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডেনিস। 

আবহাওয়া দপ্তর বলছে, ঘণ্টায় ১১৩ কিলোমিটারের বেশি বাতাসের তীব্র গতি নিয়ে যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডেনিস। এই ঘর ইতোমধ্যে ওয়েস্ট ইয়র্কশায়ার উপকূলের দিকে আছড়ে পড়েছে। এই ঝড়ের কারণে একদিনেই একমাসের বৃষ্টিপাত হতে পারে।

দেশটির কোস্টগার্ড বলছে, শনিবার সকালের দিকে টেলিফোনে খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা মারগেইট উপকূল থেকে অপর একজনের মরদেহ উদ্ধার করেছে। 

কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, কয়েক ঘণ্টার তল্লাশি অভিযানের পর মারগেইট উপকূল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ দিকে ঘূর্ণিঝড় ডেনিস দক্ষিণ স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও ওয়েলসের বেশ কিছু এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত