মার্কিন দূতাবাস চত্বরে ফের হামলা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০১

সাহস ডেস্ক

বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে রকেট হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে রকেটগুলো আঘাত হানে। হামলার পরপরই এলাকাটিতে উচ্চ সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়।

কয়েক মাসের মধ্যে স্থানটিতে আরও কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। যদিও হামলাগুলোর জন্য ইরান সমর্থিত দেশটির আধাসামরিক বাহিনীকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনো এসব আক্রমণের দায় স্বীকার করেনি।

ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। যার প্রেক্ষিতে বেশ কিছুদিন যাবত ওয়াশিংটনকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল তেহরান।

গত ৮ জানুয়ারি ভোর রাতে ২২টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাগদাদের মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায় তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এবারের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত