যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক চুক্তি বাতিল

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৮

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময়ের সামরিক চুক্তি বাতিল করেছে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

ফিলিপাইন সরকারের এক মুখপাত্র জানায়, তারা ইতোমধ্যে এ চুক্তি বাতিলের বিষয়টি যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ভিজিটিং ফোর্স এগ্রিমেট (ভিএফএ) চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ফিলিপাইনের সামরিক ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেতো। এর অধীনে এখন পর্যন্ত অন্তত ৩০০ যৌথ মহড়ায় অংশ নিয়েছে উভয় দেশের সেনারা। চুক্তি বাতিলের ফলে ওইসব কর্মকাণ্ড এখন কঠিন হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, ঐতিহাসিকভাবে ফিলিপাইনে মার্কিন উপনিবেশ ছিল। যদিও দেশটির বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্র চীনের দিকে ঝুঁকে পড়েছেন। তিনি মূলত যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে যাওয়ার নীতি নিয়েই রাজনীতি করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত