নাইজেরিয়ায় ৩০ জনকে পুড়িয়ে হত্যা

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৫

সাহস ডেস্ক

নাইজেরিয়ার একটি মহাসড়কের পাশে ঘুমিয়ে থাকা অন্তত ৩০ জনকে পুড়িয়ে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। এ সময় বেশ কয়েকজন নারী ও শিশুদের অপহরণ করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। 

বিবিসি নিউজ জানায়, ভুক্তভোগীদের অধিকাংশই ছিলেন পর্যটক। রাতে ক্যাম্প করে ঘুমানোর পর পর্যটকদের গাড়িতে প্রথমে আগুন দেওয়া হয়। পরে সেখানকার পুরুষদের হত্যা করে নারী ও শিশুদের অপহরণ করা হয়। 

প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুর রহমান বুন্দি বলেছেন, এবার ভারী অস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে জঙ্গিরা। এ সময় ১৮টি যানবাহন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

যদিও ভয়াবহ এই হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকেই দেশটিতে বিদ্রোহ শুরু করে সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারাম। গোষ্ঠীটির হামলায় নাইজেরিয়ায় এখন পর্যন্ত অন্তত ৩৫ হাজার লোকের প্রাণহানি ঘটেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত