সিরিয়ায় তুরস্কের আক্রমণ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১

সাহস ডেস্ক

সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় পাঁচ সেনা নিহতের পর আবার আক্রমণ শুরু করেছে তুরস্ক।  যদিও এতে হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স জানায়, এর আগে অঞ্চলটিতে প্রেসিডেন্ট আসাদের অনুগত সেনারা অভিযান চালালে পাঁচ তুর্কি সেনার প্রাণহানি ও আরও কয়েকজন সদস্য আহত হন। আঙ্কারার দাবি, এবার তাদের পাল্টা আক্রমণে সিরীয় সেনাবাহিনীকে বিধ্বস্ত করা হবে।

বার্তা সংস্থা আরো বলছে, রুশ সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নির্দেশে সম্প্রতি বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে জোরালো সেনা অভিযান শুরু হয়। আর এতেই নতুন করে শরণার্থীদের ঢল নামার আশঙ্কায় প্রেসিডেন্ট এরদোগান সীমান্তে অতিরিক্ত সেনা ও সাঁজোয়া যান পাঠানোর সিদ্ধান্ত নেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন, অবিলম্বে ইদলিবে যুদ্ধবিরতি দেওয়া না হলে তুরস্কের সামরিক বাহিনী সেখানে ভয়াবহ অভিযান শুরু করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত