হংকংয়ে করোনায় আক্রান্ত ৯ জন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৯

সাহস ডেস্ক

হংকংয়ে একই পরিবারের ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে হংকংয়ের সেন্টার ফর হেলথ প্রোটেকশন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বেশ আতঙ্কে রয়েছেন হংকংয়ের জনগণ। হংকংয়ে এখন পর্যন্ত ৩৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন একজন।

জানা গেছে, ওই পরিবারের ২৪ বছর বয়সী এক যুবক গত ৩০ জানুয়ারি জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে যান। প্রথমে তিনি বেসরকারি এক চিকিৎসকের পরামর্শ নেন। ৬ ফেব্রুয়ারি চিকিৎসা নেন সেন্ট পলস হাসপাতালে। ৮ ফেব্রুয়ারি তাকে আইসোলেশনে পাঠানো হয়।

পরবর্তীকালে সেন্টার ফর হেলথ প্রোটেকশন ওই রোগীর বিস্তারিত খোঁজ নিতে গিয়ে জানতে পারে, তার পরিবারের আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তার বাবা, মা, দাদি, চাচি ও ভাইবোনরা রয়েছেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে পারছে না চীন। এই ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে নয়শ ছাড়িয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত