থাইল্যান্ডে এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ২০

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯

সাহস ডেস্ক

থাইল্যান্ডে একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাতাড়ি গুলিতে  ২১ জনকে হত্যার পর অবশেষে প্রাণ গেছে সেই উন্মত্ত সেনা সদস্যের।  ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩১ জন।

শনিবার (৮  ফেব্রুয়ারি) দেশটির রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমা শহরের কোরাট নামক স্থানে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর ওই ব্যক্তি কোরাট শহরের একটি বৌদ্ধ মন্দির এবং একটি শপিং সেন্টারে এলোপাথাড়ি গুলি চালান।

হামলায় নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী ও ট্যাক্সি চালক রয়েছেন। তবে তাদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ইতোমধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে। হামলায় অভিযুক্ত ওই সেনা সদস্যের নাম জাকরাপান্থ থমা। সে হামলার পর বেশ কয়েকজনকে শপিং মলের ভেতরে জিম্মি করেছিল। এবার তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত