আফ্রিকায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৬

সাহস ডেস্ক

আফ্রিকার  সাহেল অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের মোকাবিলায় এবার ছয় শতাধিক সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে নতুন করে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি।

ফ্লোরেন্স পার্লি বলেছেন, ফ্রান্সের সামরিক সদস্যদের অধিকাংশকেই মালি, বুরকিনা ফাসো ও নাইজারে পাঠানো হবে। আর বাকিদের জি-ফাইভ সাহেল বাহিনীর সঙ্গে যুক্ত করা হবে।

ধারণা করা হচ্ছে, সাহেল অঞ্চলে অবস্থানরত উগ্রপন্থিদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের যোগসূত্র রয়েছে। তাই অঞ্চলটির সেনা ক্যাম্পগুলোতে প্রায়ই সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা।

উল্লেখ্য, আফ্রিকার সাহেল অঞ্চল দীর্ঘদিন যাবত অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। সেখানে ইসলামপন্থি বিদ্রোহীদের দমনে বর্তমানে সাড়ে চার হাজারেরও অধিক ফরাসি সেনা মোতায়েন আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত