চীনে ১০ দিনে নির্মিত হাসপাতাল খুলবে আজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০

সাহস ডেস্ক

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে ১০ দিনে নতুন একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১  জনে। তবে দেশটির বিরুদ্ধে মৃতের সংখ্যা আড়াল করতে দ্রুত গতিতে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এ অভিযোগ সত্য হলে প্রাণহানির প্রকৃত সংখ্যা হবে আরও অনেক বেশি।

উহান শহরের কর্মীরা জানিয়েছে, হাসপাতাল থেকে পাঠানো মরদেহগুলো সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা ছাড়াই তাদের কাছে পাঠানো হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় দুইটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর একটি হুশেনশান হাসপাতাল; যার আয়তন ২৫ হাজার বর্গমিটার। উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ২৪ জানুয়ারি হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। আজ সোমবার  (৩ ফেব্রুয়ারি) এটি চালু করা সম্ভব। 

হাসপাতাল নির্মাণকাজ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।  দেশটিতে প্রায় চার কোটি মানুষ হাসপাতাল নির্মাণের লাইভ স্ট্রিমিং দেখেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত