চীনে মহামারি করোনায় নিহত বেড়ে ৩৬১

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮

সাহস ডেস্ক

চীনে করোনা ভাইরাসে নতুন করে আরও লোকের প্রাণহানি ঘটেছে। ভাইরাসটির শনাক্তস্থলে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বাসিন্দারা। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৬১  জনে দাঁড়িয়েছে।

পুরো চীনে  করোনা ভাইরাসে ১২ হাজার আক্রান্ত হয়েছেন। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা ১৭ হাজার ২৩৮ জন। নতুন করে মারা যাওয়াদের অধিকাংশই উহান প্রদেশের বাসিন্দা।

এদিকে ভাইরাসের কারণে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বিভিন্ন দেশ। এমনকি জনসমাগম এড়াতে বিয়েও নিষিদ্ধ করা হয়েছে সেখানে।

চীনের সীমানা পেরিয়ে ভাইরাসটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আরও অন্তত ২৩টি দেশে। করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যে পুরো বিশ্বে জরুরি অবস্থার ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

‘অ্যাপল’ চীনে তাদের সব শো-রুম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। চীন ভ্রমণ করা বিদেশীদের নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালিও একই সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে থাইল্যান্ড, তাইওয়ান, জাপান, যুক্তরাজ্য, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ বেশকিছু দেশে অজ্ঞাত এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মাত্র ১০ দিনে নতুন একটি হাসপাতাল নির্মাণ করেছে চীন। সোমবার থেকে রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত