এবার স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯

সাহস ডেস্ক

চীনে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাসে। এর মধ্যে এবার স্পেনে এই ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। 

আটলান্টিক সাগরের তীরবর্তী স্পেনের কানারিয়া দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত লা গমেরা দ্বীপে একজন জার্মান পর্যটকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়  নিশ্চিত করেছে।

করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খবর নিশ্চিত করলেও স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  রোগীকে স্থানীয় হাসপাতাল নুয়েস্ত্রা সিনিয়োরা দে গুয়াদালুপেতে ভর্তি করা হয়েছে।

এদিকে শুক্রবার স্পেনের ২১ জন নাগরিককে চীনের উহান থেকে স্পেনে ফিরিয়ে আনা হয়েছে।  তাদেরকে সাময়িক সময়ের জন্য মাদ্রিদের গমেজ উলা মিলিটারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে এই ভাইরাস। চীনের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে বিশ্বের ২০টিরও বেশি দেশে রহস্যময় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত