যুক্তরাষ্ট্র সীমান্তে রাশিয়ার দুটি বোমারু বিমান

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৮

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে রাশিয়ার দুটি শক্তিশালী বোমারু বিমান দেখা গেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে কানাডা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার শক্তিশালী দুটি সুপারসনিক বোমারু বিমান নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে ওই এলাকায় যায়। সেখানকার আন্তর্জাতিক আকাশসীমায়ই ছিল বিমান দুটি।

আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জানিয়েছে, শুক্রবার তু-১৬০ ব্ল্যাকজ্যাক বোমারু বিমান কানাডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করে। যদিও তারা আন্তর্জাতিক আকাশসীমায়ই ছিল।

মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল টেরেস ও’শাউগনেসি বলেন, রুটিন ফ্লাইটের নামে দীর্ঘ পাল্লার অস্ত্র পরীক্ষা করছে রাশিয়া। মার্কিন সীমান্তে রুশ বিমানের চক্কর তাদের আগ্রাসী আচরণেরই অংশ।

যুক্তরাষ্ট্রও রাশিয়ার পশ্চিম সীমান্তে নিয়মিতই এভাবে ফ্লাইট পরিচালনা করে। মস্কোর পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হলেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত