করোনাভাইরাসে ফিলিপাইনে প্রথম মৃত্যু

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৬

অনলাইন ডেস্ক

চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এবার ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ভাইরাসে চীনের বাইরে কোনো রোগীর প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানায় ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনের হুবেই প্রদেশের উহানের বাসিন্দা। তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। শনিবার (১ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয়।

দেশটির স্বাস্থ্য বিভাগের সচিব ফ্রান্সিসকো দুক জানান, ওই রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর পরই মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন। শেষ দিকে এসে তার অবস্থা স্থিতিশীল হয়, কিছু ক্ষেত্রে উন্নতিও ঘটে। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় রোগীর স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটে যে, তাকে আর বাঁচানোই সম্ভব হয়নি।

চীনের উহান শহর থেকেই বিশ্বব্যাপী ছড়িয়েছে করোনাভাইরাস। চীনের বাইরে মোট ২১টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩০৪ জন এবং আক্রান্ত হয়েছে ১৪ হাজারের বেশি মানুষ।