চীনে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২০, ১৫:২১

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এবং চীন থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে অতি জরুরি বাদে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করার ঘোষণা দেয়ার পর বুধবার (২৯ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায় এয়ারলাইন কোম্পানিটি।

এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিদিনই হিথ্রো বিমানবন্দর থেকে বেইজিং ও সাংহাইয়ের উদ্দেশ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট ছেড়ে যেতো। উদ্ভুত পরিস্থিতি সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিতান্তই প্রয়োজন না থাকলে কোনো ব্রিটিশ নাগরিক যেনো চীন ভ্রমণ না করে। তারপরই ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো।

করোনা ভাইরাসের আক্রমণে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে চীন সরকার। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজারেরও বেশি। চীন ছাড়াও ভাইরাসটি অন্তত আরও ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে।