চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২০, ১১:৩২

সাহস ডেস্ক

চীনে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০৬ জন হয়েছে বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ভ্রমণ কিংবা চলাচলে আরও বাধানিষেধ আরোপ করেছে চীন সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চীন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। একদিনের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। মূলত চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও লোকজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

ভাইরাসটি এমন সময়ে ছড়ানো শুরু করলো যখন চীনা নববর্ষ পালিত হতে যাচ্ছে যে সময়টিতে লাখ লাখ মানুষ বাড়িঘর, আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাতের জন্য ব্যাপক ভ্রমণ করে থাকে। তবে ভাইরাস সংক্রমণ যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে সেজন্য চীন সরকার নববর্ষের ছুটি তিনদিন বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রেও কয়েকজনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেশটি তার নাগরিকদের চীনা ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে, বিশেষ করে উহান যেই প্রদেশে সেই হুবেই ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

আরও কিছু দেশ জরুরি প্রয়োজন না হলে নাগরিকদের চীন ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে আর কিছু দেশ উহানে আটকে পড়া তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে পরিকল্পনা করছে। তবে চীনের বাইরে এখনো কারও মারা যাওয়ার খবর আসেনি।

করোনা ভাইরাস থেকে রক্ষার উপায়

করোনা ভাইরাস অনেকটা সার্স ভাইরাসের মত। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। মৌলিক সুস্থতা অনুশীলনগুলো বাদ দিয়ে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য আর কিছুই করার নেই।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যা যা করতে হবে,

১. কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাট ধৌত করতে হবে।
২. নোংরা হাত দিয়ে নাক, চোখ ও মুখমণ্ডল না ধরা।
৩. আক্রান্ত ব্যক্তি হতে দূরে থাকা।

আর আক্রান্ত ব্যক্তিরা যা যা করবেন,

১. সুস্থ হওয়া না পর্যন্ত নিজের ঘরে থাকতে হবে।
২. অন্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলবে
৩. হাঁচি বা কাশি দেওয়ার সময় নিজের মুখ ও নাক কভার করে রাখতে হবে।
৪. বাড়িতে বা কর্মক্ষেত্রের স্থানগুলো পরিষ্কার রাখতে হবে।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৭ জনে পৌঁছেছে। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা প্রায় চার হাজারের অধিক। আর এই ভাইরাসে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: ফক্স নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত