ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:০৯

সাহস ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে দূতাবাসের ক্যাফেটেরিয়ায় একটি রকেট হামলায় তিন জন আহত হয়েছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আমাদের কূটনৈতিক সুযোগসুবিধা ও নিরাপত্তা দেয়ার যে বাধ্যবাধকতা ইরাকি কর্তৃপক্ষের রয়েছে, তাদের তা পালনের আহ্বান জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইরাকের রাজধানীতে রকেট হামলার জন্য তেহরানকে সরাসরি দোষ দেয়নি। তবে মুখপাত্রের বক্তব্যে এই অঞ্চলে ইরানি হুমকি এবং মার্কিন স্বার্থে ইরান-সমর্থিত মিলিশিয়াদের অতীতের হামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এই হামলার বিষয়ে মার্কিন যৌথ অপারেশন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচটি রকেট হামলার ঘটনা ঘটেছে। সেগুলো মার্কিন দূতাবাসের কাছে নদীতে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

ইরাকে দূতাবাস এবং ইরাকি সামরিক ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, বিশেষ করে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির কারণে ইরাকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত