ব্রাজিলে ভূমিধসে নিহত ৩০, নিখোঁজ ১৭

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১১:০৯

সাহস ডেস্ক

ব্রাজিলের গত দুই দিন ধরে চলা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৭ জন।

শনিবার (২৫ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস জেরাইসে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে গৃহহীন হয়েছেন নারী ও শিশুসহ প্রায় সাড়ে তিন হাজারেরও অধিক মানুষ।

জানা যায়, মিনাস জেরাইসে এবার ১১০ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে। গত দুই দিনে সেখানে সর্বোচ্চ ১৭২ মিলিমিটার (প্রায় সাত ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি উপচে পড়ে আশেপাশের এলাকা প্লাবিত হচ্ছে।

তিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে অধিকাংশই ভূমিধস কিংবা ভেঙে যাওয়া ঘরের চাপায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অন্তত দুটি শিশু এবং বেশ কয়েকজন নারী রয়েছেন।

এক বছর আগে একই প্রদেশের একটি বাঁধ ভেঙে ২৭০ জনের প্রাণহানি ঘটেছিল। ভয়াবহ সেই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত