মোদির জনসভার মানুষের উপস্থিতি বোঝাতে সরিষা দানা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৪৫

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মঞ্চে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে কোটি কোটি মানুষের ভিড়। আকাশ সমান উঁচু একটি মঞ্চে দাড়িয়ে নরেন্দ্র মোদি মাইকে বক্তৃতা দিচ্ছেন।

মোদির জনসভায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়েছে সরিষা দানার ছবি। দানাগুলির মাঝখানে কাঠিগুলোও রয়ে গিয়েছে। সরাতে বোধহয় ভুলে গিয়েছিলেন আইটি সেলের কর্মীরা। এ নিয়ে সমালোচনায় মেতেছে ভারতের সর্বস্তরের মানুষ।

ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক মঞ্চে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা দিচ্ছেন। অনেকটা নীচে বিপুল মানুষের ভিড়। এ দিয়ে মূলত মোদির জনপ্রিয়তা দেখাতে চেয়েছিল তারা। খবর দৈনিক আজকালের।

এরপরই দ্রুত ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় সমালোচনা। বিরোধীরা বলছেন, মোদির জনপ্রিয়তা দেখাতে যতই কারসাজির আশ্রয় নেয়া হোক না কেন তা সাধারণ জনগণের চোখ এড়াবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত