কাশ্মীরে চালু হলো ২জি ইন্টারনেট সেবা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:১৯

সাহস ডেস্ক

প্রায় ছয় মাস পর ভারতে কাশ্মীরে কয়েকটি স্থানে ২জি ইন্টারনেট সেবা চালু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) থেকে ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হলেও আপাতত সব ধরনের ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কাশ্মীরের বাসিন্দাদের জন্য বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোনো দমন-পীড়নের গুজব বা উসকানিমূলক বার্তা যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপত্যকা অঞ্চলে ছড়িয়ে না পড়ে, তার জন্যই ওই সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।

এদিকে ৩১ জানুয়ারি ফের উপত্যকায় ইন্টারনেট পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসন।

জম্মু ও কাশ্মীরে থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে সেখানকার বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করার পর থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত