ইরানি হামলায় আহত মার্কিন ৩৪ সেনা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১২:১৪

সাহস ডেস্ক

মার্কিন বিমানঘাঁটি আইন আল-আসাদে যে প্রতিশোধমূলক হামলায় চালিয়েছিল ইরান এতে ৩৪ জন মার্কিন সেনা আহত হয়েছে।

মার্কিন সামিরক বিভাগ মুখপাত্র পেন্টাগন জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৪ জন মার্কিন সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে। ওই হামলার ফলে এসব সেনারা মস্তিষ্কে আঘাতজনিত অসুস্থতায় ভুগছিলেন বলেও জানানো হয়েছে।

বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের এলিট বাহিনী আল কুদসের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি। এই হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

হামলার পরপরই তেহরান দাবি করেছিলো, এই হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত এবং আরো ২০০ জন আহত হয়েছে। পরদিন তারা আরো দাবি করে যে, তেহরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ জন মার্কিন সেনাকে ইসরায়েলে চিকিৎসা দেয়া হচ্ছে।

সামরিক বাহিনীর মুখপাত্র বিল উরবান এক বিবৃতিতে বলেছিলেন, গত ৮ জানুয়ারি ইরান আল আসাদ বিমান ঘাঁটিতে যে হামলা চালিয়েছিলো, এতে কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে হামলার কারণে কয়েকজন সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের এখনও চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত