তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৮

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১১:৪১

সাহস ডেস্ক

তুরস্কের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১৮ জন। এছাড়াও প্রায় ৫০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পের পর আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে হাজারো মানুষ।

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের সিভরাইস শহরের কাছেই ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। এরই মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

তুরস্কের সরকারি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে এলাজিগ প্রদেশে ৮ জন নিহত হয়েছে এবং পার্শ্ববর্তী মালাটিয়া প্রদেশে নিহত হয়েছে ৬ জন। মূল ভূমিকম্পের পর ৬০টি ছোট ছোট কম্পন (আফটার-শক) অনুভূত হয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ৪০০ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত