করোনা ভাইারাসে নিহতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ১১:৫৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০, ১২:২২

অনলাইন ডেস্ক

চীনের রহস্যময় করোনাভাইরাসে ছড়িয়ে পড়ার পর দেশটিতে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৮ শতাধিক মানুষ।

মাত্র একদিন আগে এই রোগে মৃতের সংখ্যা ১৭ বলে উল্লেখ করেছিলো জাতীয় স্বাস্থ্য কমিশন। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বলা হয়েছিল প্রায় ৬০০। এসব মৃতের বেশিরভাগ ঘটনাই ঘটেছে উহান শহরে।

চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উদ্ভব হয় এবং মাত্র দু সপ্তাহের মধ্যে এটি গোটা দেশে ছড়িয়ে পড়ে।

এদিকে করোনাভাইরসের ছড়িয়ে পড়া রুখতে চীনের কমপক্ষে ১০টি শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই শহরগুলো থেকে দেশের অন্যত্র কোনো বাস-ট্রেন,ফেরি ও বিমান চলাচল করছে না। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছেন শহরগুলোর ২ কোটির বেশি মানুষ।

এই ভাইরাসে আক্রান্ত হলে এখনও পর্যন্ত কোন চিকিৎসা নেই, তাই এটি প্রতিরোধের ওপরেই সর্বাত্মক জোর দেয়া হচ্ছে।