ভারতের স্কুলে সংবিধান পড়া বাধ্যতামূলক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৭:৫৭

সাহস ডেস্ক

ভারতের স্কুলে সংবিধানের প্রস্তাবনা পড়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে দেশটির সরকার। জনস্বার্থে ‘সার্বভৌমত্ব সংবিধান’ কর্মসূচির অংশ হিসেবে এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

দেশটিতে চলমান নাগরিকত্ব আইন (এনআরসি) বিরোধী আন্দোলনের মধ্যেই মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় নতুন নিয়মের কথা জানান।

সরকারের নির্দেশ, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রার্থনার সময় শিক্ষার্থীদের পাঠ করতে হবে সংবিধানের প্রস্তাবনা।

শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, ভারতীয় সংবিধানের গুরুত্ব, স্বাধীনতা, বিচারব্যবস্থা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মূল্যবোধ সম্পর্কে সকলের অবগত হওয়া প্রয়োজন। সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান জরুরি। এতে তারা আরও বেশি দায়িত্ববান এবং উন্নত নাগরিক হয়ে গড়ে উঠবে।

রাজ্যের প্রতিটি স্কুলে এই নির্দেশিকা পালন করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা কমিশনারকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত