চীনে করোনা ভাইরাসে নিহত ১৭

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১৩:১৫

সাহস ডেস্ক

চীনে রহস্যময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো প্রায় ৬০০ মানুষ।

চীনের মধ্যাঞ্চলের হুবেইপ্রদেশের উহান শহর থেকে নতুন এক ভাইরাস দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে।

ভাইরাসটি নিয়ে কাজ করা বিজ্ঞানীদের বরাত দিয়ে জানিয়েছে, ইতিমধ্যে ভাইরাসটি আরও প্রায় সাত দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এশিয়ার অন্য দেশগুলোতে ক্রমশ ছড়িয়ে পড়ছে এ ভাইরাস।

করোনা ভাইরাসে থাইল্যান্ডে দুজন আর জাপানে একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দক্ষিণ কোরিয়াও একজনের খবর নিশ্চিত করা হয়েছে।

এমন খবরে বিশ্বজুড়ে উদ্বেগ ও শঙ্কার তৈরি করেছে। যে কারণে নতুন এই মরণঘাতী ভাইরাস নিয়ে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংক্রমিত এই ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ভ্যান কেরখোভে জানিয়েছে, চীন থেকে নতুন যে ভাইরাস ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিশ্বের সমস্ত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে তারা। এছাড়া ভাইরাসটির সংক্রমণ এড়াতে বিশ্বের অনেক দেশ বিমানবন্দরে চীনা নাগরিকদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত