ইরানিদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১১:৪৪

সাহস ডেস্ক

মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘ফেডারেল রেজিস্টার’ একটি প্রজ্ঞাপন জারি করে। মূলত সেখানেই ঘোষণাটি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইরানি নাগরিক বা তাদের আত্মীয়-স্বজন এখন থেকে যুক্তরাষ্ট্রের কাছে ই-ওয়ান এবং ই-টু ভিসার আবেদন করতে পারবেন না। এমনকি তাদের ভিসা নবায়নের আর কোনো আবেদনও গ্রহণ করা হবে না। যা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে পুরোপুরি কার্যকর হবে।

আমেরিকায় বিদেশি বড় আকারের পুজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি একজন ইরানি ছাত্রের ভিসা বাতিল করে তাকে আট কের যুক্তরাষ্ট্র পুলিশ। এর প্রতিবাদে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবাদ জানায় অভিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনকারীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত