বুরকিনা ফাসোতে হামলা নিহত ৩৬

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৬:১৩

সাহস ডেস্ক

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোররাতে দেশটির নাগ্রায়োগো গ্রামে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় একটি মার্কেটেও আগুন ধরিয়ে দেয় তারা। এরপর পার্শ্ববর্তী আলামউ গ্রামে হামলা চালিয়ে আরও চারজনকে হত্যা করা হয়।

এ দিকে ভয়াবহ হামলাটির দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। যদিও এর জন্য স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে প্রশাসন।

অপরদিকে হামলায় নিহতদের স্মরণে দেশজুড়ে বুধবার (২২ জানুয়ারি) থেকে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত