‘করোনা ভাইরাস’ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৪৭

সাহস ডেস্ক

চীনের উৎপত্তি হওয়া ‘করোনা ভাইরাস’ দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৪০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নতুন এ ভাইরাসটি এক ধরনের করোনা ভাইরাস, যা মানুষের ও প্রাণীদের ফুসফুস সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠাণ্ডা বা ফ্লু’র মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এটি।

চীনের পর এখন বিশ্বব্যাপী নতুন করে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায় নতুন করে ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে।

এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো: শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো ভ্যাক্সিন আবিষ্কার হয়নি। এ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা।

এদিকে নববর্ষের কারণে প্রচুর চীনা নাগরিক বিদেশে ভ্রমণে যাচ্ছেন। এর ফলে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতিতে নিয়ে বুধবার (২২ জানুয়ারি) বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত