রাশিয়ার বিমান হামলায় সিরিয়ায় নিহত ৪০

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৩:১১

সাহস ডেস্ক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার চালানো বিমান হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে অঞ্চলটির আলেপ্পো ও আশপাশের বেশ কয়েকটি প্রদেশে অভিযানটি চালানো হয়। তখন সরকারি বাহিনীর সমর্থনে আলেপ্পোর পশ্চিমে অবস্থিত কফার তাল গ্রামে হামলা চালানো হয়।

তাছাড়া প্রদেশটির গ্রামাঞ্চলে বিদ্রোহীদের অবস্থানগুলোর ওপর রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলায় আরও অন্তত ২২ জন নিহত হন বলে জানা যায়।

বিশ্লেষকদের মতে, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে বিদ্রোহীদের হটাতে সিরিয়ার সেনাবাহিনী একটি বড় ধরনের অভিযান শুরু করেছে। ভয়াবহ এই অভিযানে এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া সেনারাও তাদের সমর্থন জানিয়েছে। এদের সঙ্গে রুশ বিমান বাহিনী যোগ দেওয়ায় অঞ্চলটি থেকে হাজার হাজার বাসিন্দা তুর্কি সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন।

গত ডিসেম্বরে ইদলিবে আশ্রয় নেওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সিরিয়া সরকার। ভয়াবহ সেই অভিযানে রুশ সেনা বাহিনী ও মিলিশিয়া সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত