প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করছে চীন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১৩:২৭

সাহস ডেস্ক

বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্য উৎপন্ন করে চীন। দেশটি সম্প্রতি ‘ওয়ান টাইম’ প্লাস্টিক ব্যবহার বন্ধে পরিকল্পনা নিয়েছে।

ওই পরিকল্পনার আওতায় চলতি বছরের মধ্যেই অ-পচনশীল ব্যাগ প্রধান প্রধান শহরে নিষিদ্ধ করা হবে। বাকী সব শহর ও নগরে ২০২২ সাল নাগাদ এসব ব্যাগ নিষিদ্ধ হবে। 

জানা গেছে, ২০২০ সালের শেষ নাগাদ চীনের রেস্টুরেন্টগুলোতেও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক স্ট্র ব্যবহার নিষিদ্ধ করা হবে। রেস্টুরেন্ট শিল্প সংশ্লিষ্টদেরকে ব্যবসায় সবধরনের সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সরঞ্জাম ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এক নির্দেশনায় হোটেল ব্যবসায়ীদেরকে ২০২৫ সালের মধ্যে বিনামূল্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য দেওয়া বন্ধ করতে বলা হয়েছে।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত