বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১১:৪৫

সাহস ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে এক সপ্তাহের ব্যবধানে মার্কিন জোনে ফের ৩টি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে মার্কিন দূতাবাসের কাছে উচ্চ গ্রিণ জোনে কাতিউশা নামক ওই তিনটি রকেট হামলা চালানো হয়। এসময় বিকট শব্দ হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

এ এলাকায় মার্কিন দূতাবাস, সরকারি বাসভবন ও যুক্তরাষ্ট্রের পরিষেবা সদস্যেদের বসবাস। বাগদাদে মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র এ রকেট হামলার শব্দ শুনতে পান বলে জানান।

এই হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দুষছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

গত ৩ জানুয়ারি বাগদাদে ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করে। তারপর থেকে বেশ কয়েকবার বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত