ইরান সীমান্তে ছিল ৬টি মার্কিন যুদ্ধবিমান

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১৬:০১

সাহস ডেস্ক

মার্কিনিদের হামলায় সোলাইমানির মৃত্যুর জের ধরে ইরানি ক্ষেপণাস্ত্রে হামলায় ইউক্রেনের বিমান ধ্বংস হয়। এরপর থেকেই ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।

দেশটি বলছে, ৮ জানুয়ারি ইরান সীমান্তে উড়ছিল ৬টি মার্কিন যুদ্ধবিমান। ইউক্রেনের পরিবহন বিমানকে সেই যুদ্ধবিমানগুলোর একটি ভেবেছিল ইরান। এ কারণেই তাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে, ওই সময় অন্তত ৬টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরান সীমান্তের আকাশে উড়ছিল।

এক বিবৃতিতে বলা হয়, দেশের আশপাশে মার্কিন সন্ত্রাসী বাহিনীর যুদ্ধবিমানের আনাগোনা বেড়ে যাওয়ার কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। এ অবস্থায় ইউক্রেনের যাত্রীবাহী বিমান ইরানের আকাশে চলে আসায় সেটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ভুলবশত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত