অ্যাপ আপডেটে নোটিফিকেশন দেবে না গুগল প্লে

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ১৩:১১

অনলাইন ডেস্ক

অ্যাপ আপডেটের কোনো নোটিফিকেশন দেবে না গুগল প্লে। ত্রুটির কারণে অ্যাপ আপডেটের নোটিফিকেশন আসছে না বলে তারা ধারণা করছিলেন ব্যবহারকারীরা।

গুগলের এক মুখপাত্র জানান, প্লে স্টোরের কোনো অ্যাপ যদি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় তবে তার নোটিফিকেশন আর দেখানো হবে না। এ সিদ্ধান্ত জেনে বুঝেই নেওয়া হয়েছে।

এখন থেকে অ্যাপ ইন্সটল হওয়ার পর থেকে নোটিফিকেশন প্যানেলে আর কিছু দেখা যাবে না। এমনকি ম্যানুয়ালি আপডেট করলেও কোনো নোটিফিকেশন দেখাবে না। অনেকেই আপডেট হলে নোটিফিকেশনগুলো সোয়াইপ করে দেয়। এতে নোটিফিকেশন স্প্যাম হিসেবে বিবেচিত হয়। তাই গুগল নোটিফিকেশন স্প্যাম কমানোর জন্য এই সিদ্ধান্ত নিতে পারে।

ব্যবহারকারীদের প্লে স্টোরে বার বার নজর রাখতে হবে কোনো অ্যাপ আপডেট এসেছে কি না জানার জন্য। এছাড়াও প্লে স্টোরের অটো আপডেট ফিচারটি বন্ধ রেখে প্রয়োজনমতো ম্যানুয়ালি আপডেট করে নিতে পারেন।

সূত্র: দ্য ভার্জ