লিবিয়ায় তুরস্কের সেনা মোতায়েন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১২:৫৪

সাহস ডেস্ক

লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে তুর্কি প্রশাসন। তুর্কি সেনারা জাতিসংঘ সমর্থিত ফাইয়াজ আল সেরাজের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করবে বলে দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান ঘোষণা দেন।

এরদোগান বলেন, তুরস্কের দক্ষিণে স্থিতিশীলতা নিশ্চিতে কূটনৈতিক ও সামরিক সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। লিবিয়ার ক্ষেত্রেও তেমনটিই করা হচ্ছে।

লিবিয়ার সংঘর্ষ ইস্যুতে বার্লিনে এক বৈঠকে বসবে জার্মানি, রাশিয়া, ব্রিটেন, ইতালি ও তুরস্ক। ওই বৈঠকে তুরস্কের হয়ে যোগ দেবেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোগান।

প্রসঙ্গত, ক্ষমতাসীন সরকারের সঙ্গে হাফতার বাহিনীর বিরোধের জেরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যেখানে ফাইয়াজ আল সেরাজের নেতৃত্বাধীন সরকারের ওপর সমর্থন রয়েছে জাতিসংঘের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত