অবশেষে যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যচুক্তি

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৫

সাহস ডেস্ক

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ অবসানের লক্ষ্যে একটু সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বেইজিং-ওয়াশিংটন। এই চুক্তির ফলে বাণিজ্য যুদ্ধের অবসান হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা চীন-যুক্তরাষ্ট্রের।

নতুন চুক্তি অনুযায়ী, ৩৬০ বিলিয়ন ডলার পর্যন্ত চীনা পণ্য আমদানিতে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। আর চীন ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কাঠামো পুনঃবিন্যাস করবে।

চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২০১৭-র স্তরের উপরে ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি করার এবং মেধাস্বত্ব আইন জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর নতুন করে আরোপিত কিছু শুল্ক অর্ধেক করতে সম্মত হয়েছে।

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দুই দেশের মধ্যে ২০১৮ সালে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। একে অপরের পণ্যে বাড়তি শুল্কারোপের মাধ্যমে এই যুদ্ধের সূচনা করে। দুই দেশের এই যুদ্ধের প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতেও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত