ট্রাম্পের বিরুদ্ধে মামলা করছে ইরান

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৪:০১

সাহস ডেস্ক

সোলাইমানি হত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক আদালতের ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন সরকার ও সেনাদের বিরুদ্ধে বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।

বুধবার (১৫ জানুয়ারি) ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলির বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য  প্রকাশ করেছে।

মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড চালানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। আর এ কারণেই ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে চায় ইরান।

বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, জেনারেল সোলাইমানি ইরাক সফরে ছিলেন। নিজ দেশের বাইরে থাকাকালে একটি দেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তাকে হত্যা করাটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শামিল।

তিনি আরো বলেন, একজন প্রেসিডেন্ট হয়ে এ ধরনের হত্যাকাণ্ডের নির্দেশ দিতে পারেন না। তাই আমরা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি। ট্রাম্প ছাড়াও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় মার্কিন সেনা ও সরকারের বিরুদ্ধেও মামলা করব।

এছাড়া প্রেসিডেন্টের মেয়াদ শেষে ট্রাম্পকে ইরানে তলব এবং ইসলামি দণ্ডবিধির ৮ অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত করা হতে পারে বলেও জানিয়েছেন গোলাম হোসেইন ইসমাইলি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত