সাত বছরে একটি ছুবি তুলে ইতিহাসের তালিকায় আঞ্জুম

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:২৩

সাহস ডেস্ক

জোহাইব আঞ্জুম, একজন ফটোগ্রাফার। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের বুর্জ খলিফায় বাজ পড়ার একটি ছবি তুলে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন আলোকচিত্রী জোহাইব আঞ্জুম। তার এই ছবিটি তুলতে লেগেছে দীর্ঘ ৭ বছর। বিশ্ব ইতিহাসের তালিকায় সম্ভবত নাম লেখাতে যাচ্ছে আঞ্জুমের এই ছবিটি।

গত ১০ জানুয়ারি (শুক্রবার) ছবিটি তুলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে আঞ্জুম লিখেছেন, ‘আল্লাহ এ মুহূর্তটি তৈরি করেছেন।’

দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭২০ ফুট। এ ভবনের টানে দুবাই যান অনেক পর্যটক। এ ভবনের ওপরে যদি বাজ পড়ে, তাহলে সেই দৃশ্য কেমন হবে, আলোকচিত্রী জোহাইব আঞ্জুমের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য।

বুর্জ খলিফায় বাজ পড়ার দৃশ্য ফ্রেমবন্দী করার স্বপ্ন আঞ্জুমের বহুদিনের। এর আগেও তিনি সেই চেষ্টা করেছিলেন। এত দিনে সাফল্য ধরা দিল এবার। ক্যামেরা তাক করে বসে ছিলেন আঞ্জুম। শুক্রবার বুর্জ খলিফার মাথায় বাজ পড়ে। দৃশ্যটি ফ্রেমবন্দী করেন তিনি।

শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে দুবাইয়ে। সঙ্গে পাল্লা দিয়ে ডাকছে মেঘ। ঘন কালো মেঘে ঢাকা আকাশ। এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ে দেখা যায় না। কিন্তু আলোকচিত্রীর জোহাইব আঞ্জুমের ভাগ্য ভালোই ছিল। তিনি দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পেয়েছেন। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে বাজ পড়ার মুহূর্তেরও সাক্ষী হতে পেরেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন আঞ্জুম। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। মুহূর্তে সেটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

তথ্যসূত্র: ইয়াহু নিউজ, এনডিটিভি ও প্রথম আলো

সাহস২৪.কম/বাশার/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত