হিজবুল্লাহ প্রধানকে হত্যার হুমকি ইসরায়েলের

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:১৪

সাহস ডেস্ক

লেবাননের ইরান সমর্থিত ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে এবার হত্যার হুমকি দিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী টুইটার পোস্টে লিখেছেন, নাসরুল্লাহ এখনো প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আক্রমণ কিংবা ইসরায়েলি নাগরিকদের হুমকি দেওয়া বন্ধ করেননি। তিনি যেভাবে ইসরায়েলকে চ্যালেঞ্জ করছেন, তা ইরানের কোনো কাজেই আসবে না। ইতোমধ্যে তাকে হত্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। কেননা আমাদের হাতে আর কোনো বিকল্প থাকছে না। 

জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। যদিও শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠীটির নেতা নাসরুল্লাহ দেখাচ্ছেন ভিন্ন পথ। আরও হামলার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা মাত্র শুরু।

নাসরুল্লাহ দাবি করেন, এটি ছিল দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ মাত্র। যা এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের পুরোপুরি বিতাড়িত করবে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের অঞ্চল থেকে তাদের সেনা, ঘাঁটি, কর্মকর্তা ও যুদ্ধজাহাজ সরিয়ে নিতে হবে।

হুঁশিয়ারি দিয়ে নাসরুল্লাহ বলেন, বিকল্প হলো তারা যদি স্বেচ্ছায় না যেতে চায় তাহলে তাদের বাধ্য করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত