নিজ সীমা থেকে ইরানে হামলা চালাতে দেবে না পাকিস্তান

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:১০

সাহস ডেস্ক

ইরানে হামলা চালানোর ক্ষেত্রে শত্রুরা কখনোই পাকিস্তানের সীমা ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

রবিবার (১২ জানুয়ারি) ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানে এখন অস্থিতিশীলতা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যেই ইরান সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, পাকিস্তানের মাটিকে কেউ যুদ্ধক্ষেত্র বানাতে পারবে না। ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে। তবে আমরা কখনোই পাকিস্তান থেকে ইরানে হামলা চালাতে দেব না। শুধু ইরান নয়, প্রতিবেশী সব দেশের ক্ষেত্রেই পাকিস্তান এই নীতি গ্রহণ করবে।

এ সময় সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত