অস্ট্রেলিয়ার পোড়া বনে নতুন প্রাণ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৫:২১

সাহস ডেস্ক

প্রায় চার মাসের দাবানলে অস্ট্রেলিয়ার বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। নষ্ট হয়েছে বিস্তীর্ণ সবুজ অঞ্চল, প্রাণ হারিয়েছে অগণিত বন্যপ্রাণী। এমন পরিস্থিতিতে যখন বিপর্যস্ত বনাঞ্চল, ঠিক তখনই নতুন করে জাগিয়েছে সবুজ প্রাণ।

রবিবার (১২ জানুয়ারি) ‘বিবিসি’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারী বৃষ্টি হয়েছে। প্রকৃতিতে তাই ফিরেছে স্বস্তির নিশ্বাস। আর বৃষ্টির কারণেই দাবানলের ধ্বংসস্তূপে মাথা তুলছে সবুজ প্রাণ।

অস্ট্রেলিয়ার পোড়া বনে নবজীবনের সঞ্চার হচ্ছে। পুড়ে যাওয়া জমিতেই দেখা গেছে সবুজের আভা, মরা গাছের ডালে উঁকি দিচ্ছে গোলাপি ফুল। দুই মাসের দীর্ঘ দাবানলের পর সেখানে আবার নতুন সাজে সেজে উঠছে প্রকৃতি।

আলোকচিত্র শিল্পী মারি লোয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের কাছে সমুদ্র তীরবর্তী কুলনারা এলাকায় গিয়ে বেশ কিছু ছবি তুলে এনেছেন। এসব ছবিতে পুড়ে যাওয়া গাছের গুঁড়িতে গজিয়ে ওঠা গোলাপি রঙের কুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়ায় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টি হয়েছে। যা কিছু অঞ্চলের দাবানল নেভাতে সহায়তা করছে। ওই ঘূর্ণিঝড় দেশের অন্য অঞ্চলের জন্য আশীর্বাদ হিসেবেও দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত