মধ্যপ্রাচ্য সফরে জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৩:৫২

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

মধ্যপ্রাচ্য সফরের লক্ষ্যে শনিবার (১১ জানুয়ারি) টোকিও ছাড়েন জাপানের প্রধানমন্ত্রী। ইতোমধ্যে তিনি সৌদি আরব পৌঁছেছেন।

জাপানের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ৫ দিন অবস্থান করবেন শিনজো আবে। আর ৫ দিনের এই সফরে তিনি মধ্যপ্রাচ্যের তিনটি দেশে যাবেন। দেশগুলো হলো- সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

মধ্যপ্রাচ্য সফরের লক্ষ্যে যাত্রা শুরুর আগে শিনজো আবে জানিয়েছেন, জাপানের আত্মরক্ষা বাহিনীর মিশন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর বোধগম্যতা অর্জন করার ব্যাপারে কয়েকটি দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

এদিকে শিনজো আবের টোকিও ত্যাগের কয়েক ঘণ্টা আগে জাপানের দক্ষিণের দ্বীপ ওকিনাওয়া থেকে দেশটির নৌবাহিনীর দুটি পিসি-৩ টহলদার বিমান ৬০ জন ক্রু নিয়ে পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উদ্দেশে যাত্রা করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত